জীবনের প্রথম পরীক্ষায় শূন্য পেলেও বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় প্রথম শাখাওয়াৎ নয়ন। জন্ম ১৯৭৪ সালের ২০ মে। ১৯৯০ সালে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, মাদারিপুর থেকে এসএসসি এবং ১৯৯২ সালে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে ইউনিভার্সিটি অব নিউক্যাসেল, অস্ট্রেলিয়া থেকে পাবলিক হেল্থ-এ পিএইচডি করছেন। সহজ সাবলীল ভাষায় পাঠককে মাতিয়ে তোলেন তিনি তাঁর গল্পে।
বাংলাদেশি নভেলস-এর পক্ষে আমরা তাঁর মুখোমুখি হয়েছি।
প্রশ্ন: বসন্তের শুভেচ্ছা।
শাখাওয়াৎ নয়ন: ধন্যবাদ। তোমাকেও ফাগুন দিনের আগুন শুভেচ্ছা। (হাসি)
প্রশ্ন: ভাইয়া, অমর একুশে গ্রন্থমেলা-২০১৩ তে আপনার সৃষ্টি সম্পর্কে জানতে চাই।
শাখাওয়াৎ নয়ন: এবার আমার একটি উপন্যাস এসেছে। নাম ‘অদ্ভুত আঁধার এক’। কথাপ্রকাশ থেকে এসেছে উপন্যাসটা।
প্রশ্ন: উপন্যাস সম্পর্কে জানতে চাই।
শাখাওয়াৎ নয়ন: এটি ধ্র“পদী ধারার উপন্যাস। এখন পর্যন্ত কথাপ্রকাশ থেকে সর্বোচ্চ বিক্রিত বই এটি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সমাজ, সংসারসহ সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই গ্রন্থে। সালেহা নামের নিম্নবর্গের এক নারীর সংগ্রামী জীবনকে ঘিরে উপস্থাপন করার চেষ্টা করেছি সমাজ, সংসার ও ইতিহাসকে।
প্রশ্ন: এই গল্পে সালেহাকে আপনি কিসের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন, আরেকটু খোলামেলাভাবে জানতে চাই।
শাখাওয়াৎ নয়ন: নিম্নবর্গের শোষিত, নিপীড়িত, নির্যাতিত নারীর জীবন তুলে আনার চেষ্টা করেছি সালেহা চরিত্রের মধ্য দিয়ে। এখানে আমি নারীর চোখে সমাজকে উপস্থাপনের চেষ্টা করেছি। জন্ম, বড় হওয়া, সংসার একজন নারীর জীবনে সবকিছুতেই ত্যাগ, ঘাতপ্রতিঘাত বিদ্যমান। স্বাধীনতা উত্তরকালে এ পরিস্থিতি আরও প্রকট ছিল। আমি সেই পরিস্থিতিকে চিত্রায়িত করার চেষ্টা করেছি।
প্রশ্ন: ভাইয়ার প্রথম গ্রন্থ কোনটি এবং তা কবে প্রকাশিত হয়, জানতে পারি?
শাখাওয়াৎ নয়ন: ২০১২ সালে আমার প্রথম গল্পগ্রন্থ বের হয়। নাম ‘ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প’। এটি একটি ছোটগল্প সংকলন। প্রকাশিত হয় কথাপ্রকাশ থেকে। মজার ব্যাপার হল, বইটি ২০১২ গ্রন্থমেলাতেই বেশ সাড়া জাগিয়েছিল এবং দ্বিতীয় মূদ্রণ এসেছিল।
প্রশ্ন: সাহিত্য সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই।
শাখাওয়াৎ নয়ন: লেখকের কলম হল বাস্তবতার ক্যামেরা। সেই বাস্তবতা এমনভাবে উঠে আসতে হবে, যা সকলের বোধগম্য হয়।
প্রশ্ন: ভাইয়ার প্রিয় সাহিত্যিক সম্পর্কে জানতে চাই।
শাখাওয়াৎ নয়ন: হার্তা মূল্যার নোবেল বিজয়ী রোমানিয়ান লেখক। আর ওরহান পামুক নোবেল বিজয়ী তূর্কী লেখক।
প্রশ্ন: সাহিত্য নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ জানতে চাই।
শাখাওয়াৎ নয়ন: সায়েন্স ফিকশন এবং সোশ্যাল ফিকশন মিলিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। এটা বলতে পার, আমার এক্সপেরিমেন্টের একটা অংশ।
প্রশ্ন: ধন্যবাদ ভাইয়া আপনাকে, এতক্ষণ সময় দেবার জন্য।
শাখাওয়াৎ নয়ন: তোমাকেও অনেক অনেক শুভকামনা।
সাক্ষাৎকার গ্রহণ: রাজিউল হাসান
১৫ ফেব্রুয়ারি, ২০১৩ খ্রি.; ৩ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ