বাংলাদেশি নভেলস প্রতিবেদন : কোথায় অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৪? এমন প্রশ্ন ও নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। বইমেলা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা একাডেমি, যার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২৯ দিন ব্যাপী এ মেলায় অংশগ্রহণ করবে ৫৭৩টি প্রতিষ্ঠানের ৮৯৫টি স্টল ও ৩৭টি প্যাভিলিয়ন। পুরোনো প্রতিষ্ঠানের পাশাপাশি এবার আরো ২৩টি প্রতিষ্ঠান মেলায় স্টল দেবে। বাংলা একাডেমি স্টল বরাদ্দ করার সাথে সাথেই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্ব স্ব স্টল ও প্যাভিলিয়নের সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রকাশনা সংস্থাগুলোর অফিস, ছাপাখানা ও বাঁধাইয়ের কারখানায় বেশ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে ।
বইমেলার ইতিহাস থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজের বটতলায় ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারিতে বইমেলার পথচলা শুরু হয়। কলকাতা থেকে আনা মাত্র ৩২ খানা বই দিয়ে চিত্তরঞ্জন সাহা চটের ওপর বসে সেই বইমেলার সূত্রপাত করেছিলেন। একটানা ১৯৭৬ সাল পর্যন্ত তিনি একাই বইমেলা করেন। পরবর্তীতে ১৯৭৮ সালের দিকে তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক আশরাফ সিদ্দিকীর উদ্যোগে সেই বইমেলার সাথে বাংলা একাডেমি যুক্ত হয়।
১ ফেব্রুয়ারি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন বলে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, সম্প্রতি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। পুরস্কারপ্রাপ্তরা হলেন – কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মজিবুর রহমান, বিজ্ঞান /কল্পবিজ্ঞান /পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী /স্মৃতিকথা /ভ্রমণকাহিনি /মুক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে এঁদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে।
বাংলা একাডেমির তথ্য অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সৌজন্যে : www.suryalaw.ca