বরুণ কুমার বিশ্বাস
বাংলাদেশের কথাসাহিত্যে অগ্রগণ্য মানুষ রিজিয়া রহমান। যার হাত ধরে কথাসাহিত্যে নিপুণভাবে উঠে এসেছে জীবন ও শিকড় সন্ধানের বীজ। কথাসাহিত্যে কেতাদুরস্ত এই লেখকের লেখালেখি কবিতা দিয়ে শুরু হলেও; উপন্যাস, গল্প, অনুবাদ, রম্য, শিশুসাহিত্য, আত্মজীবনী রচনায় নিজেকে নিমগ্ন রেখেছেন আমৃত্যু। ষাটের দশক থেকে শুরু করে শেষ পর্যন্ত তাঁর কলমে উঠে এসেছে জীবনের নির্যাস। যাপিত জীবনের বহুমাত্রিক অনুভব, দঃখ-বেদনা, সংগ্রাম, নারীর মর্যাদা ইত্যাদি বিষয় তাঁর রচনার উপজীব্য হয়েছে।
কথাসাহিত্যিক রিজিয়া রহমানের জন্ম ১৯৩৯ সালে ২৮ ডিসেম্বর কলকাতার ভবানীপুরে। মৃত্যুবরণ করেন ১৬ আগস্ট ২০১৯ সালে। নিবেদিতপ্রাণ এই মহীয়সী লেখক কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন—একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, বাংলাদেশ লেখক সংঘ সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আসফ-উদ-দৌলা রেজা স্মৃতি পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক ও কমর মুশতারি সাহিত্য পদক। ভীষণ ভাষাসচেতন এই কথাসাহিত্যিকের সকল রচনাকে নতুন আঙ্গিকে ভিন্নভিন্ন কলেবরে প্রকাশ করছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
রাজনৈতিক ও সামাজিক উপন্যাস
রিজিয়া রহমানের রাজনৈতিক ও সামাজিক উপন্যাসের এ সংকলনে রয়েছে— সীতা পাহাড়ে আগুন, হারুন ফেরেনি, সুপ্রভাত সোনালি দিন, জগৎ জুড়িয়া কান্দে, অন্ধকারে বেতোফেন, জোৎস্নার নীল সীমানা, অতলান্ত নীল, ডাইম নিকেল।
ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক উপন্যাস
খ্যাতিমান এ লেখকের ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক উপন্যাস সংকলনে রয়েছে— অলিখিত উপন্যাস, আঁবে রওয়া, আলবুর্জের বাজ, তৃণভূমির বাইসন, শুধু তোমাদের জন্য, পবিত্র নারীরা।
রক্তের অক্ষর
বাংলা উপন্যাসের ইতিহাসে রক্তের অক্ষর সৃজনশীলতার নতুন দিগন্তে উন্মোচিত হয়েছিল। পতিতালয়ের অন্ধকারাচ্ছন্ন ধূসর জীবনের কথা উঠে এসেছে এই উপন্যাসে। বাংলাদেশের সমাজ, রাজনৈতিক বাস্তবতা ও মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত তাঁর নান্দনিক উপন্যাস এটি।
মুক্তিযুদ্ধের উপন্যাস
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে কথাসাহিত্যিক রিজিয়া রহমান রচিত উপন্যাস নিয়ে সংকলিত এ গ্রন্থে রয়েছে— বং থেকে বাংলা, একটি ফুলের জন্য, কাছেই সাগর, উৎসে ফেরা।
প্রেমের উপন্যাস
রিজিয়া রহমান রচিত প্রেমের উপন্যাসগুলোকে এ সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে যে উপন্যাসগুলো রয়েছে— সবুজ পাহাড়, প্রেম আর প্রেম, ঝড়ের মুখোমুখি, হে মানব মানবী, গোলাপ তবু তুমি, বান্ধবী প্রিয়দর্শনী, চন্দ্রাহত।
শ্রেষ্ঠ উপন্যাস –১
পাঠকপ্রিয় উপন্যাসের এ সংকলনে রয়েছে— ঘর ভাঙা ঘর, শিলায় শিলায় আগুন, সূর্য সবুজ রক্ত, রক্তের অক্ষর।
শ্রেষ্ঠ উপন্যাস-২
রিজিয়া রহমান রচিত উপন্যাসগুলোর এ সংকলনে রয়েছে— উত্তর পুরুষ, ধবল জোৎস্না, একাল চিরকাল, বাঘবন্দি।
সৌজন্যে : www.suryalaw.ca