বরুণ কুমার বিশ্বাস: উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাসের ধারায় আধুনিক যুগজাত। উনিশ শতকের প্রথম দিকে বাংলা গদ্য সাহিত্যের আবির্ভাবের সাথে এর যোগসূত্র রয়েছে। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব না হলেও এটা বলা যায় বাংলা উপন্যাসের জন্ম উনিশ শতকের মাঝামাঝিই হবে। মানুষের গল্প বলার যে সহজাত প্রবৃত্তি রয়েছে, তারই লেখ্যরূপকেই উপন্যাস সৃজনের অনুপ্রেরণা হিসেবে ধরে নেয়া যায়। উপন্যাস কেবল যে গল্পকে ধারণ করে বা বলে, ঠিক তেমনটিও নয়। গল্প, চরিত্র, সংলাপ, রূপকল্পায়ন, কাহিনিবিন্যাস ইত্যাদির সমন্বয়ে পাঠকের মনে এক ভিন্নতর উপলব্ধির সৃষ্টি করে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, ‘উপনয়’ বা ‘উপন্যস্ত’ শব্দ থেকে উপন্যাস শব্দটির উদ্ভব হয়েছে। আবার ইংরেজি ‘Novel’ শব্দের পারিভাষিক শব্দ হিসেবেও ‘উপন্যাস’ শব্দটিকে গ্রহণ করা হয়েছে।
‘কলিকাতা কমলালয়’, ‘নববাবু বিলাস’, ‘নববিবি বিলাস’, ‘ফুল মণি ও করুণার বিবরণ’ ইত্যাদি উপন্যাসপ্রয়াসের মধ্যে দিয়ে উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ হয়েছে। নানান পরীক্ষা-নিরীক্ষা ও ভাষার ব্যবহার যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। সেইসাথে উপন্যাসের গাঠনিকশৈলী, বিষয় ও শিল্পরূপের বিচারে কিছু উপন্যাস হয়েছে শিল্পোত্তীর্ণ। কিছু উপন্যাস হয়েছে কালজয়ী। কালেকালে যেগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে, সেগুলোর আবেদন বেড়েছে কেবল; কমেনি । বাংলা সাহিত্যের তেমন কালজয়ী উপন্যাসকে লিপিবদ্ধ করলে সেই সংখ্যা বেশ বড় হয়ে যাবে। আজ আমরা চেষ্টা করছি তেমন কালজয়ী বাংলা উপন্যাসের মধ্যে থেকে বিশ ঔপন্যাসিক ও উপন্যাসের নাম আপনাদের সমানে উপস্থাপক করতে। লেখকের নামের বর্ণানুক্রমে সাজিয়ে তালিকাটি উপস্থাপন করা হলো।
- অদ্বৈত মল্লবর্মণ-তিতাস একটি নদীর নাম
- অমিয়ভূষণ মজুমদার-মহিষকুড়ার উপকথা
- আখতারুজ্জামান ইলিয়াস-খোয়াবনামা
- আবু ইসহাক-সূর্যদীঘল বাড়ি
- ইমদাদুল হক মিলন-নূরজাহান
- কমলকুমার মজুমদার-গোলাপ সুন্দরী
- তারাশঙ্কর বন্দোপাধ্যায়-কবি
- বুদ্ধদেব বসু-রাতভর বৃষ্টি
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কৃষ্ণকান্তের উইল
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-পথের পাঁচালি
- বেগম রোকেয়া-সুলতানার স্বপ্ন
- মানিক বন্দোপাধ্যায়-পদ্মা নদীর মাঝি
- রবীন্দ্রনাথ ঠাকুর-চোখের বালি
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-দেবদাস
- শহীদুল্লা কায়সার-সংশপ্তক
- সতীনাথ ভাদুড়ী-ঢোঁড়াই চরিত মানস
- সেলিনা হোসেন-গায়ত্রী সন্ধ্যা
- সৈয়দ মুস্তাফা সিরাজ-অলীক মানুষ
- সৈয়দ ওয়ালীউল্লাহ-কাঁদো নদী কাঁদো
- সৈয়দ শামসুল হক-খেলারাম খেলে যা
সৌজন্যে : www.suryalaw.ca