বরুণ কুমার বিশ্বাস
কানাডায় যে বাঙালি লেখকেরা দীর্ঘকাল সাহিত্যচর্চা করে চলেছেন তাঁদের মধ্যে সালমা বাণী অন্যতম। এবার কথাসাহিত্যে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি। এর আগেই তিনি বাংলা একাডেমী সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পেয়েছিলেন। অন্যতম উপন্যাস ‘ইমিগ্রেশন’-এর জন্য পেয়েছিলেন জেমকন সাহিত্য পুরস্কার। লেখক জীবনের শুরুতেই ২০০১ সালে তিনি কাগজ প্রকাশন থেকে কাগজ তরুণ কথাসাহিত্যিক পুরস্কার লাভ করেছিলেন। ২০১৭ সালে কলকাতা থেকে প্রকাশিত তাঁর ‘জলের ওপর টিপসই’ বইটি প্রকাশিত হলেও এবার একুশে বইমেলায় সেটি প্রকাশ পেলো।
সাম্প্রতিক সময়ে কানাডার যে সকল লেখক তাঁদের লেখার জাদু দিয়ে পাঠকের মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তাঁদের মধ্যে অগ্রগণ্য জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন। গতবছর একই সাথে তিনটি গ্রন্থের প্রকাশ পাঠ সমাজে তাঁকে কথাসাহিত্যিক হিসেবে উপস্থাপন করেছে খুব সহজেই। এবার বইমেলাতে প্রকাশিত হয়েছে তাঁর ‘হাউজ হাজব্যান্ড’ উপন্যাস। বাস্তব অভিজ্ঞতাকে আশ্রয় করে সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরতে পারঙ্গম এই লেখকের বইটি প্রকাশ করেছে সপ্তর্ষি প্রকাশনী (৬৮ নম্বর স্টল)।
নাহার মনিকা ছোটগল্প লেখক। পাশাপাশি কবিতাও লেখেন। অগ্রসর পাঠক মহলে নন্দিত এক নাম নাহার মনিকা। এবারের বইমেলায় পুথিনিলয় (প্যাভিলিয়ন নম্বর-৩৪) থেকে প্রকাশিত হয়েছে নাহার মনিকার ‘নির্বাচিত গল্প’। গদ্য রচনাশৈলী, তাঁর গল্পের অভিনবত্ব ও আলাদা বৈশিষ্ট্যসমূহ পাঠককে ভাবায়। একবার পড়েই শেষ হয়ে যায় না। পাঠক হৃদয় আন্দোলিত হয়। নির্বাচিত গল্প সংকলনটি পাঠক সমাদৃত হবে আশা করা হচ্ছে।
দেশত্যাগের গল্প নিয়ে ভজন সরকারের ‘উত্তরের দেশে’ প্রকাশ করেছে সপ্তর্ষি প্রকাশনী (স্টল ৬৮)।
গল্পগুলো শেকড় উপড়ানোর। মোট ১৫টি গল্প রয়েছে বইতে। গল্পগুলোর চরিত্র ভিন্ন, কাহিনি-উপজীব্য ভিন্ন। কিন্তু প্লাটফর্ম এক এবং অভিন্ন। ধর্মবিশ্বাসী মানুষের বিভক্তি এবং সে বিভাজনের অনিবার্য অথচ চাতুর্যময় ফল দেশভাগ, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগ। গল্পগুলো অভিবাসনের; খুব সত্যি ক’রে বললে জোরপূর্বক অভিবাসনের। গল্পগুলোর ভেতর বয়ে চলে এক নিরন্তর কান্নার ফল্গুনদী। গল্পগুলো আমাদের উপমহাদেশ তো বটেই কখনও কখনও উপমহাদেশ ছাড়িয়েও বের করে আনে ধর্মীয় বিভাজন রেখার কঙ্কালসার অস্থিমজ্জা। গল্পগুলো তাই হয়ে ওঠে দেশত্যাগী সকল মানুষের মহাকাব্য, অভিবাসনের নির্মম অথচ বাস্তব চিত্রনাট্য।
মিজান পাবলিশার্স (প্যাভিলিয়ন-৭) থেকে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অপর্ণা ভ্যালেন্তিনা গমেজের দ্বিতীয় উপন্যাস ‘অপেক্ষার প্রহর’। প্রচ্ছদ করেছেন লেখক-কন্যা যুথি গমেজ। এছাড়া গত বছরের প্রকাশিত তাঁর ‘শিশির ভেজা ভোর’, ‘শৈশব কথা বলে’ বই দুটো রয়েছে বেহুলা বাংলার স্টলে আছে। অন্যবই ‘জীবনের সমীকরণ’ রয়েছে স্বদেশ শৈলীতে আছে।
কানাডার অন্টারিও প্রদেশের শহর ওয়াটারলুর বাসিন্দা সুশীল কুমার পোদ্দার। অসাধারণ গল্পকথনে দক্ষ সুশীলের প্রথম বই ‘অবলাচরণ’ প্রকাশ করেছে ভিন্ন চোখ প্রকাশনী (১৮৫ স্টল)।
বিপুল সংখ্যক গ্রন্থের জনক সুধীর সাহার উপন্যাস ‘কান্না’ প্রকাশ করেছে অমিয় ধারা (স্টলে ১২)। এই উপন্যাসে রয়েছে এক সংখ্যালঘুর অব্যক্ত কান্নার কাহিনি। বইটির ফ্লাপে লেখা, ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু একটি বাস্তবতা এ পৃথিবীতে। এখানে কেউ সংখ্যাগুরু, কেউ সংখ্যালঘু। আগমনে আপনার হাত নেই। আপনি কোথায় এলেন, কার বুকে স্থান পেলেন তার দায় আপনার নয়! অমর এই উপন্যাসের তেমন একটি চরিত্র। তার জন্ম ভারতে, না পাকিস্তানে – তা নির্ধারণ করার সুযোগ তার ছিল না। তার জন্ম হলো পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরে, হিন্দু পরিবারে। জন্ম ভারতে হলেই তাকে বলা যেত সংখ্যাগুরুর সদস্য। কিন্তু না, সে হলো সংখ্যালঘু। শিক্ষা পেল, জ্ঞান অর্জনের সুযোগ পেল। কিন্তু তারপরও তার অক্ষমতা কাটিয়ে উঠতে পারল না। তাকে জন্মস্থান ছাড়তে হলো। কিন্তু সংখ্যালঘুর সাইনবোর্ডটি তার পিছু ছাড়ল না। বাংলাদেশ তাকে সংখ্যালঘু পদবি দিয়েছিল। পালিয়ে গিয়ে কানাডাতে সেই সংখ্যালঘুর পদবির বাইরে সে যেতে পারেনি। তার জীবনের ব্যর্থতার জন্য সে তার এ পরিচয়কেই দায়ী করেছে। মানবিক এই গল্প পাঠক নন্দিত হবে বলে আশা করা হচ্ছে।
নন্দিত চিত্রকর ও গদ্যকার সৈয়দ ইকবালের কিশোর সাহিত্য এবং গল্প, উপন্যাস নিয়ে বিভিন্ন প্রকাশনা থেকে এ পর্যন্ত ৪১টি বই প্রকাশিত হয়েছে। দি রয়েল পাবলিশার্স (স্টল নম্বর ৪২৩-৪২৬)
এর আগে প্রকাশিত হয়েছিল ‘গল্প সমগ্র-১’ এবং ‘নির্বাচিত গল্প-১’। এবার ২০২৪ একুশের বইমেলায় তাঁরা প্রকাশ করেছেন ‘সৈয়দ ইকবাল নির্বাচিত গল্প-২’।
সৌজন্যে : www.suryalaw.ca